Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতীতে রেডক্রিসেন্টের পক্ষথেকে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইগাতীতে রেডক্রিসেন্টের পক্ষথেকে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

June 28, 2022 06:32:24 AM  
ঝিনাইগাতীতে রেডক্রিসেন্টের পক্ষথেকে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

লোকমান হোসাইন, ঝিনাইগাতী:
শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিট এর আয়োজনে উপজেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে ১৮০ জন বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট উপ-পরিচালক মো. হায়দার আলী,কার্য নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাসছুন্নাহার কামাল, যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভিন মুন্নী, জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মোঃ আবু তাহের, জেলা পরিষদ সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক প্রমুখ।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিট কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে সদর ইউনিয়নের ১শ’ এবং নলকুড়া ইউনিয়নে ৮০ জন সহ মোট ১৮০ জন বন্যার্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন তারা।