Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতীতে ১২৫০ মিটার চায়না কারেন্ট জাল জব্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইগাতীতে ১২৫০ মিটার চায়না কারেন্ট জাল জব্দ

July 27, 2022 04:18:58 AM  
ঝিনাইগাতীতে ১২৫০ মিটার চায়না কারেন্ট জাল জব্দ

ঝিনাইগাতী সংবাদদাতা:
যখন সারা দেশে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে।

এরই ৪র্থ দিনে শেরপুরের ঝিনাইগাতীতে ২৬ জুলাই মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২৫০ মিটার চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ে তা ধ্বংস ধ্বংস করা হয়। যাহার আনুমানিক বাজার মুল্য ১ লক্ষ টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. ফারুক আল মাসুদ।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের গজারমারী ও ধলী বিলে এসব জাল দিয়ে মাছ ধরা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে এনে উপজেলা পরিষদের পাশে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মৎস্য অধিদপ্তরের ফিল্ড এসিষ্ট্যান্ট গোলাপ হোসেন, এমরান হোসেনসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।