Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঝিনাইদহ জেলা প্রশাসককে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইদহ জেলা প্রশাসককে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

September 15, 2022 04:21:47 AM   নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহ জেলা প্রশাসককে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে হামলা ও সুজন হত্যার বিচারের দাবিতে আজ মুখরিত ছিল ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়। এসময় সুজন হত্যা মামলা দ্রুত বিচার আইনে করার দাবিতে হেযবুত তওহীদের নেতাকর্মীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঝিনাইদহ হেযবুত তওহীদ।
আজ সকাল এগারোটাই ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে হেযবুত তওহীদ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে শেষ হয়। এসময় খুলনা বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি মো. শামসুজ্জামান মিলনের নেতৃত্বে একটি দল জেলা প্রশাসক মনিরা বেগমের  সাথে সাক্ষাৎ করে সুজন হত্যার বিচারের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।

IMG20220914133444 copy

এসময় মো. শামসুজ্জামান মিলন ঝিনাইদহ বসবাসরত হেযবুত তওহীদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ও পাবনায় হামলাকারীদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে হেযবুত তওহীদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সভাপতি মো. আজমল হোসাইন, জেলার সাবেক সভাপতি মাহমুদুল হাসান মিলন, রাজনৈতিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, মাগুরা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো.শামীম আশরাফ প্রমুখ
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মঙ্গলবার রাতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের পাবনা স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। এতে হেযবুত তওহীদের ১০ সদস্য আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই ২৪ আগস্ট রাত আড়াইটায় সুজন শেখ নামে এক সদস্য মারা যান। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলে সাত আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।