
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গারা তাদের জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করছেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর শনিবার একদিনেই প্রায় ৫০০ রোহিঙ্গা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এছাড়া, মিয়ানমারের মংডু অঞ্চলে আরও ৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন।
প্রতিদিনই মিয়ানমার সীমান্ত থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে, যা স্থানীয়দের উদ্বেগ বাড়াচ্ছে। রোহিঙ্গারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে এসে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে চলে যাচ্ছেন। স্থানীয় সূত্র মতে, গত এক মাসে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন এ সংখ্যা আট হাজার বলে নিশ্চিত করেছেন।