
দেশেরপত্র সংবাদদাতা:
গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ দুই শিশুকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত বৃহস্পতিবার তাদের ফরিদপুর জেলার ভাঙ্গা থানা থেকে উদ্ধার করা হয়।
এর আগে গত ৩০ জানুয়ারি টঙ্গী থেকে ইসমাইল হোসেন ইকরা (১২) ও এহসান হক সামীর (১১) নামে দুই শিশু টঙ্গী থানা এলাকা থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে দুই শিশুর অবিভাবকগণ টঙ্গী থানায় একটি জিডি করেন। জিডিমূলে বিষয়টির তদন্তের দায়িত্ব পান টঙ্গী থানার এসআই মো. মিলন মিয়া।
এসআই মো. মিলন মিয়া জানান, ‘নিখোঁজ শিশুদের খোঁজে তদন্তকালে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি তৈরি করে দেশের বিভিন্ন রুটের বাস ও ট্রাক, অটো রিকশা, টঙ্গী স্টেশন, বাস স্টান্ডে টানিয়ে দেওয়া হয়। এছাড়াও স্যোশাল মিডিয়ায় বিজ্ঞিপ্তি ছড়িয়ে দেওয়া হয়। পরে ফরিদপুরের ভাঙ্গা থানা থেকে ফোন আসলে আমরা সেই শিশুদের ব্যাপারে নিশ্চিত হই’।
পরবর্তীতে শিশুদেরকে থানায় এনে তাদের পিতা-মাতার কাছে বুঝিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।