
আশিকুর রহমান:
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা থেকে বিশ কেজি গাছাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা পুলিশ দক্ষিণ আউচপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাছাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এসময় পুলিশ গ্রেফতাকৃতদের থেকে মাদক বিক্রির পঁচিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মেরুর চর এলাকার মোহাম্মদ রহিমের ছেলে শামীম মিয়া(২৬) ও একই জেলার ইসলামপুর থানার সাভার চর এলাকার মৃত শামসুল হকের ছেলে মোহাম্মদ মানিক মিয়া (২৯)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ।