Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

October 08, 2024 03:03:54 PM   অনলাইন ডেস্ক
টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অনলাইন ডেস্ক:
দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে টানা চার দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, "বৃহস্পতিবার (১২ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে।" জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাহী আদেশে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে।

আগামী ১৩ অক্টোবর, রোববার দুর্গাপূজার নির্ধারিত ছুটি ছিল। বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হলে সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।