.jpg)
ময়মনসিংহ সংবাদদাতা:
টাঙ্গাইলে হেযবুত তওহীদের নারী বিভাগের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় টাঙ্গাইল পৌর হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক ও হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্পাদক রুফায়দাহ পন্নী।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে উগ্রবাদ, ধর্মব্যবসা, ধর্মান্ধতা, হুজুগ ও গুজব বাড়তে বাড়তে একটি ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে জাতি ও দেশকে নিরাপদ রাখতে নারী-পুরুষের সকল প্রকার সন্ত্রাস-জঙ্গিবাদ-ধর্মব্যবসা-অপরাজনীতি, হুজুগ-গুজব এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। এই সংকট থেকে জাতিকে উদ্ধার করা শুধু পুরুষের একার কাজ নয়। জাতির অর্ধেক অংশ নারীকেও বেরিয়ে আসতে হবে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে। উগ্রবাদ, ধর্মব্যবসা, ধর্মান্ধতা, হুজুগ ও গুজবের বিরুদ্ধে নারীদের নির্বিকার থাকার কোনো সুযোগ নেই। কারণ সমাজে অন্যায় বেড়ে গেলে সবার আগে এবং সবচাইতে বেশি ভোগান্তির শিকার হতে হয় নারীদের। তাই নারীদের উচিত সমাজের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখা।
টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক সম্পাদক মোমেনা আক্তার মারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান মো. এনামুল হক বাপ্পা, টাঙ্গাইল জেলা সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় নারী সম্পাদক আফরোজা মনির, ময়মনসিংহ বিভাগীয় সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সুলতানা ইয়াসমিন সেতু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাছিমা আক্তার, জামালপুর জেলার নারী সম্পাদক পরিদা পারবীন, টাঙ্গাইল সদর উপজেলা নারী সম্পাদক তাহমিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হেযবুত তওহীদ সদস্য ফারজানা জান্নাত।