Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাঙ্গাইলে ‘রফিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাঙ্গাইলে ‘রফিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল অনুষ্ঠিত

July 03, 2022 06:25:15 AM  
টাঙ্গাইলে ‘রফিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের উদ্যোগে রফিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাথুলী সাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে বাসাইল এবং মির্জাপুর উপজেলা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মির্জা রাজীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা।

কাশিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান শিকদারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. রিয়াল তালুকদার ও বিভাগীয় ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম জয়।

টুর্নামেন্টে মির্জাপুর উপজেলা  ৫-০ গোল বাসাইল উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।