Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ট্রাকের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্রাকের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

October 13, 2022 09:57:54 PM   জেলা প্রতিনিধি
ট্রাকের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

দিনাজপুরে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার রাত ১১টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মামুন এবং ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান। তারা একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কতোয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা গোলাম মাওলা। তিনি বলেন, রাতে কাজ শেষ করে কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মামুন ও জাহিদ। পথে পাথরবোঝাই দুটি ট্রাক ওভারটেক করে টার্মিনালের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক এলে দুই ট্রাকের মাঝে মোটরসাইকেলের হ্যান্ডেল আটকে রাস্তায় ছিটকে পড়েন  তারা। এতে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।