Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা যুবদল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা যুবদল

March 10, 2025 05:35:15 PM   উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা যুবদল

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আরাজী পস্তমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা যুবদল।

সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা যুবদলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, সাবান, শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন।

যুবদল নেতারা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজখবর নিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, পৌর যুবদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।