Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে গণতন্ত্র উৎসবের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে গণতন্ত্র উৎসবের উদ্বোধন

February 20, 2025 12:33:35 AM   উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে গণতন্ত্র উৎসবের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে গণতন্ত্র উৎসব ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্ম এবং বাস্তবায়ন করে ডেমক্রেসিওয়াচ।

বুধবার সকালে পৌর শহরের সাধারণ পাঠাগার মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনসুর আলী এবং সদর সমাজসেবা অফিসার মশিউর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, যুবসমাজের মধ্যে গণতন্ত্রের চেতনা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। নতুন প্রজন্মের নেতৃত্বে দেশে গণতন্ত্র সুসংহত হবে। এ সময় জেলার সব উপজেলার যুব প্রতিনিধিদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে আটটি স্টল স্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।