Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

August 03, 2023 07:47:52 PM   স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সোহেল রানা:
ঠাকুরগাঁওয়ে পাঁচশ পিস ইয়াবাসহ রুবেল (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোধূলি বাজার এলাকায় থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ করিব বলেন, আটক মাদক কারবারি সদর উপজেলার হরিহরপুর হাজীপাড়া গ্রামের মৃত ছোট বাবুর ছেলে।

ওসি মো. ফিরোজ করিব বলেন, সদর থানার একটি চৌকস টিম মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার সময় তাকে আটক করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।