Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

December 05, 2024 07:45:36 PM   স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঠাকুরগাঁও সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম হাওলাদার (৪৪) কে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বুধবার দিনগত রাত আনুমানিক ২:৩০ টায় র‌্যাব-১০ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, জসিম হাওলাদার রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলায় (মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০১৪ খ্রিঃ) বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

গ্রেফতারের সময় তার কাছ থেকে আনুমানিক ৪ লাখ ৭৭ হাজার টাকা মূল্যমানের ১৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম স্বীকার করেছে যে, মামলার পর থেকে সে নিজের পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল এবং সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় সরবরাহ করত।

গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।