Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

October 21, 2024 07:03:58 PM   স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে শেখ নগরে হেযবুত তওহীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও যাবতীয় অন্যায়-অশান্তি নিরসনে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান। উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় আমির মো. আব্দুল কুদ্দুস শামীম, ঠাকুরগাঁও জেলা আমির মো. সোহেল শেখ, পঞ্চগড় জেলা আমির মো. আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

th22.jpeg

সভায় মো. সাইফুর রহমান বলেন, “গত ২৮ বছর ধরে হেযবুত তওহীদ সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। আমরা প্রকৃত ইসলামের রূপরেখা মানুষের সামনে তুলে ধরছি। এ কারণে একটি ধর্মব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং আমাদের সদস্যদের উপর হামলা করেছে।”

তিনি আরও বলেন, “২০১৬ সালের ১৪ই মার্চ আমাদের এমামের বাড়িতে নির্মাণাধীন মসজিদকে গির্জা বলে গুজব রটিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে। সেই দিন হামলায় আমাদের দুজন সদস্যকে হত্যা করে এবং পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দেওয়া হয়।”

বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “শান্তির কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় মুক্তির পথ দেখাতে পারে একমাত্র হেযবুত তওহীদ। আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে মানবজাতি শান্তিতে বসবাস করতে পারবে।”