Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

February 01, 2023 06:18:10 PM   দেশজুড়ে ডেস্ক
ঠাকুরগাঁওয়ে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। গত শনিবার পৌর শহরের নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে ওই এলাকার মো: আব্দুল মান্না ওরফে মনুর ছেলে মো: হারুন অর রশিদ (৩০) কে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে শিশুটি প্রতিবেশী এক শিশুর সাথে পাশ্ববর্তী নদীর ধারে পেয়ারা পারতে যায়। এ সময় হারুন শিশুটির মুখ চেপে ধরে জোর পূর্বক নিশ্চিন্তপুর টাঙ্গন নদীর পশ্চিম পাড়ে কৃষ্টপুর জনৈক বাবুর লিজ নেওয়া ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষল করে।

এ সময় শিশুটিকে ধর্ষণের বিষয় কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখায় হারুন। শিশুটি বাসায় গিয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানালে প্রতিবেশীরা বিষয়টি জেনে উত্তেজিত হয়ে হারুনের বাসায় গিয়ে তাকে মারপিট শুরু করে। এ সময় ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।