Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

March 09, 2025 07:38:06 PM   জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের বিবেকবান মানুষ এতে অংশ নেন।

রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় ভূল্লী চৌরাস্তার মোড়ে জড়ো হয়ে স্থানীয় লোকজন ধর্ষণের ঘটনায় জড়িত শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এতে তরুণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।’ এ সময় তারা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

ভূল্লী ডিগ্রি কলেজের শিক্ষার্থী শারমিন বলেন, ‘প্রায় প্রতিদিন পত্রিকায় ধর্ষণের খবর দেখতে পাই। এবার আমাদের প্রাণপ্রিয় শহর ঠাকুরগাঁওয়ে একজন শিক্ষক পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন, যা আমাদের জন্য শুধু লজ্জার নয়, ভীতিকরও। আমাদের মনে প্রশ্ন জাগে-আমরা কি নিরাপদ? আমরা সরকারের কাছে দাবি জানাই, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হোক।’