Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে অটোবাইকের ধাক্কায় চার বছরের এক শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে অটোবাইকের ধাক্কায় চার বছরের এক শিশুর মৃত্যু

June 02, 2024 06:38:39 PM   অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে অটোবাইকের ধাক্কায় চার বছরের এক শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লীতে ব্যাটারিচালিত অটোবাইকের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (০২ জুন) দুপুরে ভূল্লী থানার ভূল্লী-পাঁচপীর সড়কের সিংগিয়া কলোনীপাড়া নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন সিংগিয়া কলোনীপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুরে নিজ বাড়ির থেকে পাশ্বের বাড়ীতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলো আব্দুল্লাহ এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে  গুরুতর আহত হয় পরে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।ছেলের এমন মৃত্যুতে বাবা মায়ের আহজারিতে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটি আটক করে থানায় আনা হয়েছে। ইজিবাইকটি ধাক্কায় শিশুর মৃত্যু ঘটনাটি মামলা প্রক্রিয়াধীন।