Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ডন বস্কো কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডন বস্কো কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

April 15, 2025 07:20:05 PM   উপজেলা প্রতিনিধি
ডন বস্কো কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো কলেজে সোমবার দিনব্যাপী বর্ণিল ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। প্রায় ১৬০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে কলেজ চত্বর ছিল উৎসবমুখর।

সকালে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বৈশাখী স্টলগুলোতে ছিল পান্তা-ইলিশ, পিঠা-পুলি ও নানা ঐতিহ্যবাহী বাঙালি খাবার। কলেজ মাঠে আয়োজন করা হয় হা-ডু-ডু, গোল্লাছুট, ফুল টুক্কাসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার।

দিনব্যাপী আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল ‘বৈশাখী লটারি’। লটারিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বাইসাইকেল, রাইস কুকার, আয়রন, ছাতা ও স্কুল ব্যাগসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডন বস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক। তিনি বলেন, “গুণগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন এবং মত দেন যে, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক, মানবিক ও সংস্কৃতিমনা নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

কলেজ ও স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফাদার পাওয়েল কোচিওলেক সফল এ আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।