Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ডোমারে 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'র আলোচনা সভা ও ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডোমারে 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'র আলোচনা সভা ও ইফতার মাহফিল

March 22, 2025 09:44:28 PM   উপজেলা প্রতিনিধি
ডোমারে 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'র আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশে সকল স্বেচ্ছাসেবীদের সুস্থতা ও মৃতদের রুহের মাগফেরাত কামনা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা স্মারক বিতরণ উপলক্ষে নীলফামারীর ডোমারের জোড়াবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'র আলোচনা সভা ও ইফতার মাহফিল।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জোড়াবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'র আয়োজনে মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সোহেল রানা। তিনি সাংগঠনিক রিপোর্টও উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'র উপদেষ্টা ও মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিক, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, গোমনাতী মহাবিদ্যালয়ের প্রভাষক লিটন ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, উপদেষ্টা বাবুল ইসলাম, কুষকদলের সহ-সভাপতি রাকিব হাচান, সফিকুল ইসলাম সাবলু, উপদেষ্টা মফিজার রহমান মানু, শাহজাহান সরকার শাওন প্রমুখ।

এছাড়া, অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিরজাগঞ্জ হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. রাকিব ইসলাম।