
কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চারজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি সংঘটনে ব্যবহৃত একটি পিকআপ, দেশীয় অস্ত্রশস্ত্র, লুণ্ঠিত মালামাল, নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি এক কুয়েত প্রবাসীর গাড়িতে এবং ১ মার্চ একই স্থানে একই কৌশলে এক মালয়েশিয়া প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা পুলিশ সুপারের দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) এর তত্ত্বাবধানে এবং চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ও ডিবি কুমিল্লার সার্বিক সহযোগিতায় একটি চৌকস পুলিশ টিম গঠন করা হয়। তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পায়, তিনটি ঘটনায় একই পিকআপ ব্যবহৃত হয়েছে এবং ডাকাতরা একই দলের সদস্য।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার একটি দল কুমিল্লার চান্দিনা থানা ও পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন ডাকাতকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ডাকাতি করা মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য হিসেবে সক্রিয় ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।