Date: May 19, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঢাকা-১৯ আসনের নির্বাচনী হওয়া জল-স্থল ছেড়ে উড়ছে আকাশে! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা-১৯ আসনের নির্বাচনী হওয়া জল-স্থল ছেড়ে উড়ছে আকাশে!

December 31, 2023 01:23:50 PM   দেশেরপত্র ডেস্ক
ঢাকা-১৯ আসনের নির্বাচনী হওয়া জল-স্থল ছেড়ে উড়ছে আকাশে!

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। দশজন প্রার্থী মনোনয়ন পেলেও প্রচারণার দৌড়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের এনামুর রহমান, ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও স্বতন্ত্র ঈগল এবং ট্রাক প্রতীকের প্রার্থীদের প্রচারণায় একজন অন্যজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। ফলে গরম রয়েছে ঢাকা-১৯ আসনের নির্বাচনী মাঠ। এই আসনে ভোটের মাঠে নৌকা, ঈগল ও ট্রাক প্রতীকের ত্রি-মুখী ভোটের লড়াই হবে বলে মনে করছেন অনেকে। পাল্টাপাল্টি বক্তব্যের কারণে ভোটের আগেও বড় ধরণের সংঘর্ষের আশঙ্কাও রয়েছে।

এদিকে নৌকা প্রতীকের পাশাপাশি প্রচারণার দৌড়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ ব্যস্ত সময় পার করছে। তালুকদার তৌহিদ জং মুরাদ একজন রাজনৈতিক পরিবারের সন্তান পিতা প্রয়াত তালুকদার মোহাম্মদ আনোয়ার জং। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাভার ও আশুলিয়া হতে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমান মাঠে রয়েছে। অন্যদিকে (সাভার-আশুলিয়া) ঢাকা-১৯ এর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি মার্কায় প্রচারণা চালাচ্ছেন, জনগণের কাছে ভোট চাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী আরো একজন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ট্রাক মার্কার প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. সাইফুল ইসলাম ভুঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙর মার্কা, অন্যজন ঢাকা কোর্টের অ্যাডভোকেট মাহাবুবুল হাসান (তুষার) মোল্লা (তৃণমূল বিএনপি) সোনালী আঁশ মার্কা। এছাড়া এই আসনে অন্যান্য প্রার্থীদের প্রচারণা চললেও তা চোখে পড়ার মতো না।

তবে অভিযোগ উঠেছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে অধিকাংশ প্রার্থীদের বিরুদ্ধে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটি স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ২২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র ট্রাক মার্কা প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমের সামনে বলেন, আমার পোস্টার সাভার পৌরসভায় লাগানো হচ্ছিল। তখন (প্রতিমন্ত্রী) মহোদয় নিজে সেখানে উপস্থিত ছিলেন। উনি গাড়ি থেকে নেমে একটি গালি দিয়ে উনার ক্যাডারদেরকে বলেছেন, এদের পিটাও এবং পোস্টার সব ছিঁড়ে ফেলো। উনি এটা নিজে করেছেন বলে স্বতন্ত্র এই প্রার্থী অভিযোগ করেন। ডাঃ এনামুর রহমানের বিরুদ্ধেও একাধিক অভিযোগ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিলো।

ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমানে (স্বতন্ত্র) ঈগল মার্কার প্রার্থী আলহাজ্ব তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, রানা প্লাজা ভেঙে পড়েছে, আমি ওই ভবনের মালিক নই, আমি ভবন তৈরিও করিনি, তাহলে আমার দোষ কোথায়? এখানে আমার কোনো দোষ ছিলো না। সাভারের শিমুলতলা আমার ঈগল মার্কার অফিস উদ্বোধন করার দিন হাজার হাজার জনগণ আমাকে ভালোবেসে একনজর দেখার জন্য সেখানে আসেন। আর গত দুই তিনদিন ধরে হাজার হাজার নেতা কর্মী আমাকে ভালোবেসে দলে দলে ঈগল মার্কায় যোগদান করছেন। আমি শতভাগ আশাবাদী যে, ঈগল মার্কা ৭ জানুয়ারি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাহআল্লাহ।

নৌকা মার্কার এমপি প্রার্থী ডা. এনামুর রহমানের মোবাইল ফোন নাম্বারে কল করলে তিনি রিসিভ করেননি। পুনঃরায় আবারও তার মোবাইলে কল দিলে তিনি তার গাণম্যান পুলিশ অফিসার (এসআই) মুরাদকে দিয়ে ফোন রিসিভ করিয়ে কথা বলায় তিনি ব্যস্ত আছেন বলে জানান।

উল্লেখ্য সাভার থানা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়, এটি ১৯৮১ সালে একটি উপজেলা পরিণত হয়, বর্তমানে সাভার উপজেল- ২টি থানায় বিভক্ত- যার একটি সাভার মডেল থানা এবং অন্যটি আশুলিয়া থানা। এ উপজেলার একটি মাত্র পৌরসভা ও ১২টি ইউনিয়ন। শিমুলিয়া ইউনিয়নের ভোটার সংখ্যা ৫৩,১৬০ জন। ধামসোনা ইউনিয়নে ১,৭১,৪৫৫ জন। পাথালিয়া ইউনিয়নে ৫৩৫৬৮ জন। ইয়ারপুর ইউনিয়নে ৭৮২৪২ জন ভোটারসহ এই আসনে ৭ লাখ ৫৬ হাজার ৪১০ ভোট। তবে গত করোনাকালীন সময়ে এবং বিভিন্ন সময় এই এলাকা থেকে অনেক বহিরাগত ভোটার নিজ এলাকায় চলে গেছেন। এমপি প্রার্থীদের পাল্টাপাল্টি একজন অন্যজনের বিরুদ্ধে বক্তব্য দেয়াসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে এবং বিএনপি নির্বাচনে না আসায় দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে ভোটারদের উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির অনেকে নেতা কর্মীদেরকে ঈগল মার্কায় ভোট চাওয়ার বিষয়টি জনগণের মধ্যে জল্পনা-কল্পনা রয়েছে। সবমিলিয়ে এবার ঈগল মার্কা বিপুল ভোটে বিজয়ী হতে পারে বলেও মনে করছেন অনেকে।