Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঢাকায় পুলিশ সদস্য হত্যাকারী ৪ আসামি গাজীপুরে গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকায় পুলিশ সদস্য হত্যাকারী ৪ আসামি গাজীপুরে গ্রেফতার

November 22, 2023 05:37:45 PM   স্টাফ রিপোর্টার
ঢাকায় পুলিশ সদস্য হত্যাকারী ৪ আসামি গাজীপুরে গ্রেফতার

আশিকুর রহমান: 
আত্মগোপনে থাকা পুলিশ সদস্য হত্যাকারী চার আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল গাজীপুরের বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাইধন খালীর মো. আহাদের ছেলে মো. ইমরান (২৪), শেরপুর জেলার চান্দের নগর মধ্যপাড়া এলাকার মৃত আতশ মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৪২), বরিশাল জেলার এয়ারপোর্ট থানার বকশীচর এলাকার মো. নরুল হকের ছেলে মো. মনির হোসেন (২৮) ও কুমিল্লা জেলার মুরাদ নগর থানার জানগর এলাকার জগদীশ চন্দ্র দাসের ছেলে বাদল দাস (৬০)। 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মো. ইব্রাহিম খান এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো জানান, গত ২৮ অক্টোবর ঢাকার পল্টন থানার সামনে বিএনপির সমাবেশ চলাকালীন পুলিশ সদস্য পারভেজকে নৃসংশভাবে হত্যা করা হয়। পরবর্তীতে হত্যার সাথে জড়িতদের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত রাতে গাজীপুর মহানগরের সদর থানাধীন লক্ষীপুরা এলাকা থেকে প্রথমে ইমরানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে পুলিশ সদস্য পারভেজ হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য আসামিদের নাম প্রকাশ করে। গ্রেফতারকৃত ইমরানের দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তি, ঘটনার সময়ে প্রাপ্ত ভিডিও ফুটেজ ও ছবি এবং ধৃত আসামির মোবাইল ফোন বিশ্লেষণ করে পুলিশ সদস্যদের উপর আক্রমণের ঘটনায় জড়িত আরো তিন আসামিকে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। 
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, পুলিশ সদস্যদের উপর আক্রমণে গ্রেফতারকৃতদের সক্রিয়ভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা পুলিশকে জানায়, সেদিন গ্রেফতারকৃত আসামি মো. বাবুল মিয়ার নেতৃত্বে তারা ছাড়াও আরো অনেকেই পুলিশের উপর আক্রমণ চালায়। তিনি জানান, গ্রেফতারকৃত চার আসামির মধ্যে বাবুল মিয়া আমতালা ইউনিটের বিএনপির সেক্রেটারি এবং বাকিরা একই ইউনিটের সদস্য।