Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক দিয়ে লাখ টাকা লুট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক দিয়ে লাখ টাকা লুট

March 08, 2025 09:01:19 PM   উপজেলা প্রতিনিধি
তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক দিয়ে লাখ টাকা লুট

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনানাশক প্রয়োগ করে পরিবারের সদস্যদের অচেতন করে নগদ এক লাখ টাকা লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একই পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ইজিবাইক চালক আব্দুল হামিদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

চেতনানাশক প্রয়োগে অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন—আব্দুল হামিদ, তার স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫)।

আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান জানান, “শুক্রবার বিকেলে শালবাহান বাজার থেকে খাবার নিয়ে সবাই মিলে ইফতার করি। ইফতারের সময় শুধু টিউবওয়েলের পানি ব্যবহার করা হয়েছিল। এরপর বাবা ও আমি বাজারের উদ্দেশে বের হই। পথে চোখে ঘুম আসতে শুরু করে এবং প্রচণ্ড অসুস্থ অনুভব করি। সন্দেহ হলে দ্রুত বাড়িতে ফোন দেই। পরে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে দেখি, মা ও ছোট বোন ঘুমিয়ে আছেন। এ সময় দেখি, চোরেরা ঘরে ঢুকে খাটের ছোট টুল বক্সের তালা ভেঙে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।”

তিনি আরও জানান, বিকেলে স্থানীয়রা বাড়ির আশপাশে একটি সাদা মোটরসাইকেল ও একটি ইজিবাইকে কিছু সন্দেহভাজন লোককে ঘোরাফেরা করতে দেখেছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, “বিষয়টি মাত্র জানতে পেরেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”