
বাক স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে তথ্য কমিশনকে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৪ উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবি ১৩ দফা সুপারিশ পেশ করেছে।
টিআইবির সুপারিশে বলা হয়েছে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাকস্বাধীনতা নিশ্চিত করা জরুরি। সেইসঙ্গে, ডিজিটাল নিরাপত্তা আইনসহ অন্যান্য "কালো আইন" বাতিল বা সংস্কার করতে হবে, যা জনগণের তথ্যপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সংস্থাটি তথ্য কমিশনকে দলীয় প্রভাবমুক্ত রেখে যোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে এই সংস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে। এছাড়া তথ্যের প্রবাহ সহজ করতে ডিজিটাল টুলের ব্যবহার বাড়ানো এবং তথ্য অধিকার আইনের পরিপন্থি অন্যান্য আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন বাংলাদেশ গঠনে তথ্যের অবাধ প্রবাহ ও বাকস্বাধীনতা অপরিহার্য। তিনি আরো বলেন, আইনগতভাবে তথ্য চাইলে হয়রানির শিকার হওয়া স্বাভাবিক হয়ে উঠেছে, যা অবিলম্বে পরিবর্তন করা উচিত।
তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংস্কার এবং দলীয় প্রভাবমুক্ত একটি তথ্য কমিশন গঠনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানানো হয়েছে।