Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / তালতলীতে বরের আগেই কনের বাড়িতে হাজির ইউএনও - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তালতলীতে বরের আগেই কনের বাড়িতে হাজির ইউএনও

February 25, 2023 07:19:06 PM   দেশজুড়ে ডেস্ক
তালতলীতে বরের আগেই কনের বাড়িতে হাজির ইউএনও

তালতলী সংবাদদাতা:
বরগুনার তালতলীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১০ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের শিকারী পাড়া এলাকার আ.গনি গাজির মেয়ে মারজিয়া।

শুক্রবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার বড়বগী ইউনিয়নের শিকারী পাড়া গ্রামে ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া কনে নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর ছাত্রী।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা জানায়,  ১০ম শ্রেণীর ওই ছাত্রীর সাথে পার্শ্ববর্তী ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের এক যুবকের বিয়ের দিন ধার্য ছিল। দুপুরে খবর পেয়ে কনের বাড়িতে বর ও বরযাত্রী উপস্থিত হওয়ার আগেই বিয়ে বাড়িতে আমি উপস্থিত হয়েছি। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় মেয়ে অপ্রাপ্ত বয়স্ক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১৭ এর ৮ ধারায় কনের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কনের বাবা মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না মর্মে ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকা দেন। বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।