Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / তালতলীতে ব্লাড ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি হাসান, সম্পাদক সোলায়মান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তালতলীতে ব্লাড ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি হাসান, সম্পাদক সোলায়মান

May 07, 2023 07:03:35 PM   উপজেলা প্রতিনিধি
তালতলীতে ব্লাড ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি হাসান, সম্পাদক সোলায়মান

হায়দার হাওলাদার:
বরগুনার তালতলীতে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ তালতলী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত কাউন্সিলে আবুল হাসানকে সভাপতি ও সোলায়মান নেছারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২০২২ সালের আহবায়ক কমিটিতে আবুল হাসান আহ্বায়ক ছিলেন।

তালতলী সাংবাদিক ঐক্যজোটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সম্মেলনে আবুল হাসানের সভাপতিত্বে ও সোলায়মান নেছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেএম ইমরান হোসেন মনির।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল তামিম মাহমুদ, ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী জেনারেল এম মাহাদী হাসান আল হাদী। বিশেষ বক্তা ছিলেন- সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ব্লাড ডোনেশন বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, তালতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক মোহাম্মদ জামাল (ভোরের চেতনা) প্রমুখ।

এসময়ে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেএম ইমরান হোসেন মনির সকলের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যরা হলেন, মাসুম বিল্লাহ জাফর, হায়দার হাওলাদার, মুসা, শাহজাদা, জাকির, আবুল হাসান, ইমরান হোসেন, ও বিল্লাহ, জহিরুল ইসলাম, হাসিবুর রহমান, রাসেল রায়হান, শুভ্রদেব, আল আমিন, ফয়সাল আহমেদ, আবুল কাশেম, রায়হান রাসেল, আমেনা আক্তার মিম, অয়ন তাং, আবু জাফর, জান্নাতি, রাকিব হাং, শাহাবুদ্দিন, সাইফুল ইসলাম সাজু, রাসেল, আল-আমিন।

নতুন কমিটির সভাপতি আবুল হাসান দৈনিক দিগন্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও তালতলী সাংবাদিক ঐক্যজোট'র সভাপতি, বরগুনা জেলা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সদস্যসহ একাধিক মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন বলে জানা গেছে।