Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / তিস্তা নদীতে নিখোঁজ কলেজ ছাত্রী ফারজানার লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিস্তা নদীতে নিখোঁজ কলেজ ছাত্রী ফারজানার লাশ উদ্ধার

August 04, 2023 08:36:12 PM   উপজেলা প্রতিনিধি
তিস্তা নদীতে নিখোঁজ কলেজ ছাত্রী ফারজানার লাশ উদ্ধার

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
'বিদায় মা বিদায়, আর কোন দিন দেখা হবে না, বিদায় মা বিদায়' বলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ কলেজ ছাত্রী ফারজানা আক্তার কাকলি (২০) লাশ চারদিন পর গতকাল শুক্রবার সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা এলাকায় তিস্তা নদীর চরে পাওয়া গেছে। গত তিনদিন ধরে কাকলির স্বজনরা নদীর তীরে নৌকায় করে লাশ খুঁজে বেড়াচ্ছিলেন। স্থানীয় জেলেরা নদীর মাছ মারতে গিয়ে তিস্তা চরে একটি লাশ আটকে থাকতে দেখে কাকলির পরিবারকে খবর দেয় । পরে পরিবারের লোকজন গিয়ে কাকলির লাশ শনাক্ত করে মাইক্রো যোগে শুক্রবার দুপুরে বাড়িতে নিয়ে যায়। গত মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে মা সাথে থাকাবস্থায় তিস্তা রেল সেতুর তিন নম্বর গার্ডার থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয় সে। রংপুর লালবাগ রেল গেইট বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে কলেজ ছাত্রী কাকলি। ঘটনার পরেই ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ কাকলির লাশ উদ্ধারে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ লাশ উদ্ধারের বিষয়ে শুনেছেন বলে জানান।