
তালতলী সংবাদদাতা:
বরগুনার তালতলীতে গভীর রাতে ঘরে ঢুকে ঘরের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে দশ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী এলাকার মৃত্যু আ.করিম খানের ছেলে প্রবাসী কালাম খানের বাড়ীতে এঘটনা ঘটে।
সরেজমিন জানা গেছে, রবিবার গভীর রাতে প্রবাসী কালাম খানের বাড়ীতে ঢুকে জানালার উপর হতে ছাদ বেয়ে ছাদ ও ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ১০-১২ জনের একটি ডাকাত চক্র। ঘরে ঘুমিয়ে থাকা সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে ঘরের ভিতরে বেঁধে রেখে ঘরের দামীয় আসবাবপত্রসহ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
এবিষয়ে প্রবাসীর স্ত্রী জেসমিন বেগম জানায়, রাত্র অনুমান একটার দিকে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে দশ লাখ টাকা ও স্বর্ণালংকার সহ যাবতীয় মালামাল ডাকাতি করে নিয়ে যায়। আমার স্বামী ওমান প্রবাসী হওয়ায় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আমি এবং আমার মেয়ে ইভা (১৩) ছেলে জিহাত (৫) ও ভাইজি নাদিয়া (১৪) বাড়ীতে ছিলাম। ঘরের সবাই মেয়ে মানুষ, এর ভিতর আবার ১০-১২ জন ছিলো ওরা। যাদের অধিকাংশ মধ্য ও অল্প বয়সী ছিলো। যার কারনে আমরা আরো বেশি ঘাবরে গিয়েছিলাম। নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আমাদের প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে সাথে সাথে সঙ্গীও ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার ঊর্ধ্বতন অফিসারও সেখানে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।