Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / তালতলীতে টিসিবির পণ্য দোকানে মজুত করায় ব্যবসায়ীকে কারাদণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তালতলীতে টিসিবির পণ্য দোকানে মজুত করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

July 02, 2022 06:15:18 AM  
তালতলীতে টিসিবির পণ্য দোকানে মজুত করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

তালতলী (বরগুনা) সংবাদদাতা:
বরগুনার তালতলী উপজেলায় সরকারী বরাদ্দকৃত  টিসিবি'র পণ্য দোকানে বিক্রির জন্য মজুত করায় মো.ইউসুফ হাওলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার ছোটবগী বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট জনাব মো.এস.এম সাদিক তানভীর মো. ইউসুফ হাওলাদারকে এক মাসের কারাদন্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ইউসুফ হাওলাদার ছোটবগী বাজারের বাসিন্দা। তিনি মেসার্স মুন্সি স্টোর নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী বাজারে অভিযান চালিয়ে টিসিবি'র ডিলার মো.সজিবকে না পেয়ে মো.ইউসুফ হাওলাদারের দোকান থেকে তৈল একশত ষোল লিটার, ডাল তেরশ কেজি, চিনি চারশত কেজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিসিবি'র পণ্য ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট জনাব মো. এসএম সাদিক তানভীর বলেন, টিসিবির পণ্য ডিলার ব্যতীত দোকানে মজুদ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। দোকানে মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী মো. ইউসুফ হাওলাদারকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।