
তালতলী (বরগুনা) সংবাদদাতা:
বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে বরগুনা তালতলীতে বিএনপি'র এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৫ জুলাই) বিকালে মো. আল মামুনের সঞ্চালনায় তালতলী ছালেহিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার মাঠে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম মামুন মোল্লা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু।
সভায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, এডভোকেট নূরুল আমিন প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বর্তমান সরকারকে স্বৈরাচার উল্লেখ করে বলেন, বিএনপির কর্মীদের উপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তা চরম মাত্রা ধারণ করেছে। জাতীয়তাবাদী দলের একটি ঘাঁটি তালতলী উপজেলা এই এলাকায় দক্ষ শক্তিশালী একটি কমিটি উপহার দেব।সভায় উপজেলা বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।