Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার

July 15, 2022 06:43:50 AM  
তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার

তালতলী(বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজের পর লাশ উদ্ধার হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। নিখোঁজের পর উদ্ধার  হন তালতলীর এন এস আইর জুনিয়র ফিল্ড অফিসার  মো. মোস্তফা কাদের (৪৫) অপর জন তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই(১৭) তাঁদের বাড়ি রাজশাহী।

তালতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবিব জানান, বুধবার সকালে তাঁরা ৫ জন তালতলী শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘোরতে আসে পরে তাঁরা সকলেই সমুদ্রে গোসল করতে নামলে ৩ জন সমুদ্র থেকে কিনারার উঠতে পারে। বাকি ২জন সমুদ্রের স্রোতে হারিয়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাটি শোনার সাথে সাথে শুভসন্ধা সমুদ্র সৈকতে পৌঁছান। পরে তাঁরা ট্রলার নিয়ে সমুদ্রে খোঁজা খুঁজি করেও নিখোঁজদের সন্ধান চেষ্টা চালায়।

তিনি আরও জানান, পটুয়াখালীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি, তালতলী ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড উদ্ধার খোঁজাখুঁজির এক পর্যায় স্থানীয়রা প্রথমেই রেনু আক্তার জুইকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তার কিছুক্ষণ পরেই এনএসআইর জুনিয়র ফিল্ড অফিসার  মো. মোস্তফা কাদের (৪৫)কে উদ্ধার করতে সক্ষম হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিখোঁজ হওয়া এনএস আই এর কর্মকর্তা ও তার সাথে নিখোঁজ হওয়া জুই কে তালতলী থানায় নিয়ে আসা হয়েছে।