
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গত দুই মাসে হারিয়ে যাওয়া মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা বিশেষ শাখা (ডিএসবি)। পুরো অভিযানে নেতৃত্ব দিয়েছেন বোয়ালখালী জোনের ডিএসবি উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া। যিনি প্রযুক্তি ব্যবহার করে মোবাইল শনাক্ত ও মালিক সনাক্তে নিরলসভাবে কাজ করছেন।
ডিবি সূত্রে জানা যায়, এই উদ্ধার অভিযানে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো- পাঁচ মাস আগে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফিরে পেয়েছেন পৌর সদরের পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা জোস্না আক্তার। দীর্ঘদিন মোবাইলটি না পেয়ে হতাশ হয়ে পড়লেও গতকাল রবিবার (২০ এপ্রিল) এসআই মাসুক মিয়ার হাতে সেটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
জোস্না আক্তার জানান, মোবাইলটি হারিয়ে যাওয়ার পর তিনি বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর এসআই মাসুক মিয়া তার সঙ্গে যোগাযোগ করে মোবাইলটি ফিরিয়ে দেওয়ার কথা জানান, যা তিনি নিজ হাতে গ্রহণ করেন।
এসআই মাসুক মিয়া বলেন, মোবাইল হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিডির ভিত্তিতেই আমরা প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল খুঁজে বের করার চেষ্টা করি। গেল দুই মাসে আমি যেসব মোবাইল উদ্ধার করেছি, সেগুলো প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।
মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা এসআই মাসুক মিয়ার এ মানবিক উদ্যোগ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয়ভাবে এমন একটি কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরি করেছে বলে মনে করছেন এলাকাবাসী।