Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / দীর্ঘ দেড় যুগ পর পীরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দীর্ঘ দেড় যুগ পর পীরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

March 27, 2025 05:21:49 PM   উপজেলা প্রতিনিধি
দীর্ঘ দেড় যুগ পর পীরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
দীর্ঘ দেড় যুগ পর রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মাহামুদুল নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. আমিনুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।

এছাড়াও মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতারুল ইসলাম নিক্সন পাইকার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাহামুদুল নবী চৌধুরী পলাশকে সভাপতি এবং অধ্যাপক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে পীরগঞ্জ উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।