
গাজীপুরসংবাদদাতা: প্রযুক্তি অপব্যবহার করে এক কিশোরীকে ব্ল্যাক মেইল করার অভিযোগ উঠেছে দারাজের এক ডেলিভারিম্যানের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটের সদর থানা পুলিশ অভিযুক্তকে শুক্রবার (১০ জানুয়ারি) গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর পিতা বাদী হয়ে মিজানের বিরুদ্ধে জিএপি'র সদর থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামী, জামালপুর জেলার ইসলামপুর থানার চরগাওকোড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান ওরফে আল-আমিন(২২)। সে অনলাইন ব্যবসায়ী প্রতিষ্ঠান দারাজের ডেলিভারিম্যান হিসেবে গাজীপুরে কাজ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী মিজানুর রহমান ওরফে আল-আমিন, অনলাইনে অর্ডারকৃত দারাজের পণ্য নারী ও উঠতি বয়সের মেয়ে ক্রেতাদের পৌঁছে দেয়ার সুযোগে তাদের মোবাইল ফোনে সুকৌশলে মিজান তার ব্যক্তিগত জিমেইল একাউন্ট এ্যাড করে দিত। এবং পরবর্তীতে এ্যাডকৃত জিমেইল একাউন্টের মাধ্যমে ওইসব নারী ও মেয়েদের আপত্তিকর ও গোপন মুহূর্তের ছবি মিজান পেয়ে যেত। পরে, এসব ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্নভাবে তাদের ব্ল্যাক মেইল করতো।
শনিবার দুপুরে জিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার(অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ পিপিএম। তিনি জানান, মিজানের এমন ব্ল্যাক মেইলের শিকার এক কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার মোবাইল ফোনে এমন অনেক নারীর ব্যক্তিগত মুহুর্ত ও আপত্তিকর ছবিসহ বিভিন্ন ব্যক্তির ১১টা ইমেইল আইডি লগইন অবস্থায় পাওয়া যায়।
উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামী মিজানুর রহমান জামালপুরে একটি হত্যা মামলার আসামী৷ তিনি আরো জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জিএমপি'র সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফাহিম আসজাদ, এসি ডিবি(উত্তর) ও এসি মিডিয়া মোঃ আসাদুজ্জামান ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল ইসলাম।