Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

March 25, 2023 09:34:30 PM   দেশজুড়ে ডেস্ক
দৌলতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে ২৫মার্চ গনহত্যা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ'লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার সর্দার আবু সালেক, প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা সিদ্দিকা, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. মুকুল হোসেন, দৌলতখালী স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।