
আব্দুল আলীম সাচ্চু:
কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে উর্মি খাতুন (২১) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চক-দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধু সদর ইউনিয়নের চক-দৌলতপুর গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধু উর্মি খাতুন গোসল করার জন্য বাথরুমে গিয়ে বৈদ্যুতিক মোটরের সুইচ অন করেন। এসময় বৈদ্যুতিক শট সার্কিট হয়ে বিদ্যুৎপৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে উর্মি খাতুন নামে এক গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে এস আই জামাল আছেন। থানায় ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।