
দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামের জনগুরুত্বপূর্ণ একটি কার্পেটিং রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) সকালে রাস্তাটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ'লীগের সভাপতি অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাবেক ব্যাংক কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.এজাজ আহমেদ মামুন,উপজেলা আ'লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ,আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী,উপজেলা প্রকৌশলী মো. রাকিব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. শামীম হোসেন, মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসলাম হোসেন প্রমুখ।