
দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
সার্বজনীন শ্রীশ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি সার্বজনীন মহাশ্মশান প্রাঙ্গনে ৯তম মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ মহোৎসব উপলক্ষে বাবা নবাই সন্যাসীন সকল ভক্তবৃন্দ ও খলিসাকুন্ডি সার্বজনীন মহাশ্মশান কমিটি ৫ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ'লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
খলিসাকুন্ডি সার্বজনীন মহাশ্মশানের সভাপতি শ্রী সুশান্ত কর্মকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন, সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিশ্বাস,খলিসাকুন্ডি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত ভক্তবৃন্দের সমাবেশ ঘটে।