
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত ২টার পর পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় ২টি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি, ২টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান ও ৭ রাউন্ড গুলি, ১টি এয়ারগান ও ১১৮ রাউন্ড গুলি, ৯টি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, যেমন রামদা, হাসুয়া ও হাতকুড়াল।
আটককৃতরা হলো- জারিফ হাসান (জিমি করিম বিশ্বাস) (২৮), পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিএনপি প্রচার সম্পাদকের ছেলে, সোহাগ আলী বিশ্বাস (৪০), পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৫) পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।
কুষ্টিয়া সেনা ক্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি থেকে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় জনগণ এই অভিযানকে স্বাগত জানিয়েছে। সেনাবাহিনীর এ ধরনের পদক্ষেপে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন অনেকে।