Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুর সফরে তুরস্কের রাষ্ট্রদূত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুর সফরে তুরস্কের রাষ্ট্রদূত

February 06, 2023 03:16:48 AM   দেশজুড়ে ডেস্ক
দৌলতপুর সফরে তুরস্কের রাষ্ট্রদূত

দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়া দৌলতপুরে সফরে এসেছেন তুরস্কের রাষ্ট্রদূত হিজ এক্সসিলেন মিস্টার মোস্তফা ওসমান তুরান। রবিবার সকাল ১১ টার সময় হেলিকাপ্টার যোগে মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নামেন। এ সময় দৌলতপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান করেন দৌলতপুর উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার, কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল ফুলেল শুভেচছা প্রদান করেন। এ সময় আর উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, জেলা গোয়েন্দা শাখা ডি বি, র‍্যাব, ফায়ার সার্ভিস সহ স্থানীয় গণমাধ্যম কর্মী। পরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মথুরাপুর থেকে প্রাগপুর হেম আশ্রম যান তিনি। এবং পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদায় সালাম প্রদান করা হয়।

এ সময় আশ্রমে আগত সাধু ভক্তদের সাথে মতবিনিময় করেন। বিকাল ৪ টার সময় ঢাকার উদ্দেশ্যে দৌলতপুর তিনি দৌলতপুর ত্যাগ করেন।