
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়া দৌলতপুর চিলমারি ইউনিয়নে র্যাবের বিশেষ অভিযানে ১৯৩৬ বোতল ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি হাসুয়া এবং মাদক বিক্রয়ের ৯৯ হাজার টাকা ও ১টি মোবাইলসহ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দৌলতপুর চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রামের মো. ওমর বেপারীর স্ত্রী শেফালী খাতুন (৫০)কে গ্রেফতার করা হয়। র্যাব-১২ জানায়, শেফালী ও তার স্বামী ওমর দীর্ঘদিন যাবত মাদকব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত রয়েছে ও দৌলতপুর থানায় তার নামে কয়েকটি মাদক মামলা ও হয়েছে এর আগে। মোঃ ওমর ব্যাপারীকে গ্রেফতার করার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব সূত্র।