Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দেশের স্থিতিশীলতা বজায় রাখতে করণীয় প্রসঙ্গে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

দেশের স্থিতিশীলতা বজায় রাখতে করণীয় প্রসঙ্গে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা

November 10, 2023 07:11:10 PM   জেলা প্রতিনিধি
দেশের স্থিতিশীলতা বজায় রাখতে করণীয় প্রসঙ্গে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা

গাজীপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় গাজীপুরের সাগর সৈকত কনভেনশন হলে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের গাজীপুর জেলা শাখা।

গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, রাজতন্ত্রের কবর হয়ে গেছে বহু আগে। ফ্যাসিবাদ মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। বহু ফ্যাসিস্ট আত্মহত্যা করেছে। সমাজতন্ত্রও ব্যর্থ হয়েছে। গণতন্ত্রও লাইফ সাপোর্টে আছে- মন্তব্য করেন তিনি।

1699617394401
হেযবুত তওহীদের এই নেতা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য আমরা দেখেছি। প্রতি ৫ বছর পর পর মহা সংকটে পরতে হচ্ছে জাতিকে। একদল ক্ষমতায় গেলে পরের দিন থেকেই শুরু হয় তাকে টেনে নামানোর চেষ্টা। সমানে চলে জ্বালাও পোড়াও। বাসে আগুন দিয়ে নিরপরাধ নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। সাপের মত পিটিয়ে পুলিশ হত্যা করা হচ্ছে। ক্ষমতায় যাবার লড়াইয়ে হরতাল, অবরোধ, ধর্মঘটের নামে নৃসংসতা মানুষ দেখেছে। এই সিস্টেম আর মানুষ দেখতে চায় না। মানুষের তৈরি সব সিস্টেমই তো আমরা এপ্লাই করলাম। সবগুলো ব্যর্থ হয়েছে। মানুষের তৈরি তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লার দেওয়া সিস্টেমে প্রত্যাবর্তন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পশ্চিমারা আমাদের ব্যাপারে মাতব্বরি করে আসছে বরাবরই। তারা একে একে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে। এখন তাদের শকুনী দৃষ্টি পড়েছে আমার প্রিয় জন্মভূমির উপর। তারা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তাদের কূট চাল চালছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শকুন যত ভয়ঙ্করই হোক না কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারলে কোনো সাম্রাজ্যবাদী অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। হেযবুত তওহীদ থাকতে তাদের এই দূরাশা কোনো দিন পূর্ণ হবে না। প্রয়োজনে দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেব তবুও দেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দিব না- বলেন এই নেতা।

1699617394219
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক ও দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম সামছুল হুদা, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শফিকুল আলম ওখবাহ, হেযবুত তওহীদের গাজীপুর জেলা সভাপতি শাজাহান প্রধান, ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বাসন থানা সভাপতি শাহ আলম হক, কোণাবাড়ি সভাপতি আলী আকবর, জয়দেবপুর থানা সভাপতি এনজামুল হক নয়ন, শ্রীপুর উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি তসলিম উদ্দিন প্রমুখ। হাজারো নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।