
ঢাকার দোহার উপজেলার রায়পাড়া এলাকায় চাঞ্চল্যকর নাজমুল হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামী রনি মিয়া ও তার ছেলে মো. নাজমুলকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ফরিদপুরের মধুখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১০ জানায়, দোহার থানাধীন বড় ইকরাশি পশ্চিমপাড়ার বাসিন্দা মো. নাজমুলের সাথে জামালচর এলাকার রনি মিয়া ওরফে ডাকাত রনির বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৮ অক্টোবর ২০২৪ সকাল সাড়ে ৮টার দিকে রনি ও তার সহযোগীরা নাজমুলকে কৌশলে রায়পাড়ার একটি চায়ের দোকানে ডেকে নেয়। এরপর সকাল সাড়ে ৯টায় মোটরসাইকেলে সেখানে পৌঁছে রনি ও অন্যান্যরা নাজমুলের ওপর অতর্কিতে হামলা চালায় এবং তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব-১০ আরও জানায়, হত্যাকাণ্ডের পর নাজমুলের মা মোসা. নাছিমা বেগম রনি ও তার ছেলে নাজমুলসহ আরও ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৮/১৬৩, তারিখ-১৮/১০/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে র্যাব-১০ বিষয়টি তদন্ত শুরু করে এবং অভিযানের ধারাবাহিকতায় গতকাল সোমবার ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ফরিদপুরের মধুখালী থেকে রনি ও তার ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।