Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / দীর্ঘদিন পর প্রধান শিক্ষক পেল শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দীর্ঘদিন পর প্রধান শিক্ষক পেল শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়

September 16, 2022 03:39:17 AM  
দীর্ঘদিন পর প্রধান শিক্ষক পেল শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক পদে আব্দুর রাজ্জাক যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত হয়ে প্রধান শিক্ষক হিসেবে এ যোগদান করেন।

এ সময় সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মমিনুল ইসলাম মিন্টু প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর নিয়োগপত্র তার হাতে তুলে দিয়ে প্রধান শিক্ষক পদে দায়িত্ব প্রদান করেন।

অনান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুন ন্নাহার, শিক্ষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, শাজাহান আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শাহনাজ পারভীন সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর প্রধান শিক্ষকের যোগদানে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। নবাগত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক স্থানীয় সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীর অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।