Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুর আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শনে সহকারী কমিশনার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুর আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শনে সহকারী কমিশনার

September 04, 2022 09:37:33 AM  
দৌলতপুর আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শনে সহকারী কমিশনার

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভূমিহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর পরিদর্শন করা হয় ।

শনিবার উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘরগুলো পরিদর্শন করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহিন খসরু। পাকুড়িয়ায় আশ্রায়ণ প্রকল্পে ২৪০ ঘর নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে ১০০ ঘর নির্মাণ করেন। এসব ঘরগুলো তিনি পরিদর্শন করে দেখেন।

সহকারী কমিশনার(ভূমি) আফরোজ শাহিন খসরু বলেন, আশ্রায়ণ প্রকল্পের সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাস্তা বাছাই করছি। এতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে।আমরা রাস্তার জন্য যথাযথ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এবং রাস্তার বিষয়ে আমরা উপজেলায় বসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বারসহ কমিটির সাথে বসে বাছাই করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শনকালে ঘরগুলোর কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ঘরে বসবাসকারী অস্বচ্ছল ভূমিহীনদের খোজ খবর নেন এবং তাদের সাথে কৌশল বিনিময় করেন।