Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুরে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুরে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 14, 2022 07:42:37 AM  
দৌলতপুরে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি কলেজ পাড়া গ্রামের শহীদ বুদ্ধিজীবী ইসমাইল হোসেনের ছেলে ইউনুস আলী মন্ডল ও তার ভাই ইয়ার আলীর পরিবারের লোকজনের নামে মিথ্যা তথ্য দিয়ে হয়রানিমূলক মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইউনুস আলীর বাসভবনে পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউনুস আলীর ছেলে আলেক আহমেদ রিন্টু লিখিত বক্তব্যে বলেন, আমরা শহীদ বুদ্ধিজীবী পরিবারের লোক। আমার দাদাকে ১৯৭১ সালে হত্যার পরে আমার বাবা ও চাচা দের বিভিন্নভাবে হয়রানি করেছে শামসুল হক নামের ব্যক্তি। এক সময় শামসুল হক এর অত্যাচারে আমার বাবা ও চাচা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল। শামসুল হকের মৃত্যুর পরে তার উত্তরসূরী, মাইনুল ইসলাম বিদ্যুৎ, মনিরুল ইসলাম মনি, মজনু মিয়া, ভাসান আলী সহ আরো অনেকের নির্মম নির্যাতন, জবর দখল ও প্রতারনার সহ মিথ্যা তথ্য দিয়ে আদালত সহ বিভিন্ন জায়গায় মামলায় ঠিক আমার বাবা চাচার মত আমরাও নির্যাতিত হচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের জমি, আমাদের দখল, আমাদের দলিল থাকা সত্বেও পেশিশক্তির বলে জমি দখল করার চেষ্টা করছে। আমরা তাদের দেওয়া হয়রানিমূলক একাধিক মামলার কারণে আজ সম্ভ্রান্ত পরিবার থেকে নিঃশেষ হয়ে গেছি। তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হয়রানিমূলক ও মিথ্যা মামলা থেকে বাঁচতে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।