Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ধানমন্ডি ৩২ দখলে রেখেছে ছাত্র-জনতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধানমন্ডি ৩২ দখলে রেখেছে ছাত্র-জনতা

August 15, 2024 07:20:27 PM   অনলাইন ডেস্ক
ধানমন্ডি ৩২ দখলে রেখেছে ছাত্র-জনতা

 

আজ জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা জানাতে ‘মার্চ টু ধানমন্ডি ৩২ নম্বর’ কর্মসূচি দিয়েছিল। এই কর্মসূচি ঠেকাতে বুধবার (১৪ আগস্ট) দিবাগত মধ্য রাত থেকে ৩২ নম্বর ঘিরে চারপাশ দখল করে রেখেছে ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে আওয়ামী লীগের কোনও কেন্দ্রীয় নেতাকে ৩২ নম্বরে দেখা যায়নি।

সকাল থেকে ধানমন্ডি এলাকা ঘুরে দেখা শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিংমলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। তারা একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছেন। ধানমন্ডি ২৭ নম্বর সিগন্যাল ঘুরে আবার ধানমন্ডি ৩২ নম্বরে এসে জড়ো হচ্ছেন।

সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ির সামনেও কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সামনে অবস্থান করছেন। মোতায়েন আছেন পুলিশ ও বিজিবির সদস্যরাও।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাড়ির দুই পাশে কাটা তারের বেড়া দেওয়া আছে। তা ভেঁদ করে ভেতরে যাওয়ার সুযোগ নেই। অন্যদিকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্দেহভাজন কাউকে দেখলেই চেক করছে ছাত্র-জনতা। এসময় অনেকের মোবাইল চেক করে মারধর করতেও দেখা গেছে। বিশেষ করে কালো পাঞ্জাবি পরা কাউকে দেখলেই তাকে চেক করতে দেখা যাচ্ছে।

এদিকে ৩২ নম্বরের মুখে একজনকে মাইকে ঘোষণা দিতে দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, দুষ্কৃতকারী কাউকে দেখলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে।