Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবি আছিয়ার মায়ের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবি আছিয়ার মায়ের

March 15, 2025 08:58:11 PM   অনলাইন ডেস্ক
ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবি আছিয়ার মায়ের

মাগুরা প্রতিনিধি:
ধর্ষণ, পাশবিক নির্যাতন ও হত্যাকারীদের অতিদ্রুত বিচার দাবি করেছেন আছিয়ার মা। তিনি বলেছেন, “আছিয়াকে যেভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে, আসামিদেরও সেভাবে কষ্ট দিয়ে জনসম্মুখে শাস্তি দেওয়া হোক।” আছিয়ার মা সংসারের আর্থিক নিরাপত্তা এবং ৫ সদস্যের সংসারের খরচ বহন করার জন্য তার বড় মেয়ে হামিদার জন্য একটি কর্মসংস্থান এবং মানসিক ভারসাম্যহীন অসুস্থ স্বামীর চিকিৎসার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, “আমার বড় মেয়ে হামিদা নাইনে পড়া অবস্থায় বিয়ে হয়েছিল, সে তো আর সংসার করতে পারবে না, তাকে নিয়ে আমার যত চিন্তা, তার একটা কাজের ব্যবস্থা হলে সে বাঁচতে পারবে, না হলে কী করে খাবে সে? তার একটা কর্মসংস্থানের দরকার।”

এছাড়া তিনি তার অসুস্থ স্বামী সম্পর্কে বলেন, “আমার স্বামী আগে সুস্থ ছিলো, কিন্তু গত কয়েক মাস হলো মানসিক রোগী হয়ে পড়েছেন। আগে কাজকর্ম করতেন, তার উপার্জন দিয়ে সংসার চলতো। এখন সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় আমাদের সংসার খুব অভাব অনাটনের মধ্যে দিয়ে চলেছে। তাই আমার স্বামীকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে পারলে, আমরা আবার আগের মতো নুন ভাত খেয়ে বাঁচতে পারতাম।”

আছিয়ার মৃত্যুর পর, সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে চায়। তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকার ও দেশের মানুষের কাছে এই দাবিগুলি জানিয়েছেন। তিনি আরও বলেন, “ঘটনার এত দিন হলেও বিচারের কোনো অগ্রগতি দেখছি না। আমার মনির সাথে যারা এই জঘন্য কাজ করেছে, তাদের সকলের অতিদ্রুত মৃত্যু দেখতে চাই।”

উল্লেখ্য, গত ৬ মার্চ আছিয়া তার বোনের বাড়ি বেড়াতে গিয়ে শশুর, স্বামী এবং ভাসুরের দ্বারা ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হন এবং ১৩ মার্চ, বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন।