Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / খুলনায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন: আদলতে ঝুলছে দেড় শতাধিক মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খুলনায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন: আদলতে ঝুলছে দেড় শতাধিক মামলা

March 21, 2025 04:14:37 PM   উপজেলা প্রতিনিধি
খুলনায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন: আদলতে ঝুলছে দেড় শতাধিক মামলা

খুলনা সংবাদদাতা:
খুলনা বিভাগে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতি বছর গড়ে ৮০০ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এসব ঘটনার বিচার কার্যক্রম চলছে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তিনটি আদালতে, যেখানে বর্তমানে ১,৫৯৮টি মামলা বিচারাধীন।

এগুলোর মধ্যে শিশু নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ ঘটনাও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই নির্যাতনের হার কমছে না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৪ মার্চ খুলনা নগরীর ৭ নম্বর ঘাট এলাকায় এক বৃদ্ধ রিকশার মধ্যে এক শিশুকে যৌন নির্যাতন করে। ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে শিশুটির মা খালিশপুর থানায় মামলা দায়ের করলে ১৭ মার্চ অভিযুক্ত কালু শেখ (৬৫) গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের তথ্য অনুসারে, প্রতি বছর বিভাগের প্রায় ৮০০ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন, যার উল্লেখযোগ্য অংশ ধর্ষণের শিকার।

বিশেষজ্ঞরা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকলে এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।